খুলনার চুকনগরে জার্মান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান বাপ্পীর ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া এলাকার সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন তিনি। এই কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে রোববার উপজেলার মালতিয়া গ্রামে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় বাপ্পীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজসেবক শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম মিঠু, আজিজুর রহমান, ইউনুস আলী, মিঠুয়ার রহমান প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরনের সময় ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান বাপ্পী জার্মান থেকে অনলাইনে যুক্ত হয়ে বিতরন প্রক্রিয়া তদারকি করেন। উল্লেখ্য বাপ্পী খুলনার ডুমুরিয়া উপজেলাধীন চুকনগর শহরের মৃত শাহাজাহান আলীর একমাত্র পুত্র।