আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


চুকনগরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনার চুকনগরে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮:৩০ টায় চুকনগর শহরের কাপুড়িয়াপট্টি চাঁদনি চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম ও ডুমুরিয়া উপজেলা প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শেখ আবুল কালাম মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জি এম ফারুক হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহল্লাদ ব্রহ্ম, সাধারন সম্পাদক সরদার অহিদুল ইসলাম, স্বপন দেব, আটলিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক সরদার দৌলত হোসেন, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ব্যবসায়ী কৃষ্ণ নন্দী, জয়দেব আঢ্য, মিজানুর রহমান মধু, বিধান তরফদার, গাজী নজরুল ইসলাম, ইকবাল হোসেন সালাম প্রমুখ। সভায় শহরের ৪ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


Top