আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


চিনি উৎপাদন কমেছে

চিনি রপ্তানি আগে থেকেই নিষিদ্ধ করে রেখেছে ভারত। এবার প্রতিবেশী দেশটিতে ভোগ্যপণ্যটির উৎপাদনও ব্যাপক কমেছে। ফলে খাদ্যপণ্যটি রপ্তানিতে আরও কড়াকড়ি করতে পারে তারা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ভারতে ২০২২-২৩ অর্থবছর শুরু হয়েছে গত ১ অক্টোবর। সেই থেকে এখন পর্যন্ত দেশটির কারখানায় মোট চিনি উৎপাদন হয়েছে ৩০ মিলিয়ন টন। গত মৌসুমের একই সময়ের চেয়ে যা ৩ দশমিক ৩ শতাংশ কম।

বুধবার (৫ এপ্রিল) ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (ইএসএমএ) এসব তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, ভারতে চলতি অর্থবছরে ৫৩২টি মিল চিনি উৎপাদন শুরু করেছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতে এর মধ্যে ৩৩৮টি কারখানা বন্ধ হয়ে গেছে।

ফলে ভারতে চিনি তৈরি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া দেশটির আখ প্রধান প্রধান অঞ্চলে উৎপাদন কমেছে। এ প্রেক্ষাপটে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় সরকার।

বিশ্বের অন্যতম শীর্ষ চিনি সরবরাহকারী ভারত। দেশটিতে উল্লেখযোগ্য হারে উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে নিত্যপণ্যটির সংকট দেখা দিয়েছে। এতে দামও বেড়ে গেছে বহু।

ভারতীয় চিনি আমদানিকারী অন্যতম দেশ বাংলাদেশ। ইতোমধ্যে এখানে চিনির অভাব দেখা দিয়েছে। পড়শী দেশে উৎপাদন কমায় সেই সংকট আরও বড় হতে পারে।


Top