আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


চিকিৎসার জন্য সাতক্ষীরার ৩৫জন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তা

চিকিৎসার জন্য সাতক্ষীরার ৩৫জন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তার চেক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সংশ্লিষ্টদের হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত এই চেক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক সাতক্ষীরাবাসীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা ও উম্মে মুসলিমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩৫জনের মাঝে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ক্যান্সার, হাড় ক্ষয়সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের পক্ষে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩৫জনের অনুকূলে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক পাঠানো হয়।


Top