আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


চিকিৎসার জন্য সাতক্ষীরার ৩৫জন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তা

চিকিৎসার জন্য সাতক্ষীরার ৩৫জন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তার চেক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সংশ্লিষ্টদের হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত এই চেক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক সাতক্ষীরাবাসীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা ও উম্মে মুসলিমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩৫জনের মাঝে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ক্যান্সার, হাড় ক্ষয়সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের পক্ষে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩৫জনের অনুকূলে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক পাঠানো হয়।


Top