আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 

পাটকেলঘাটায় করোনা রোগীদের সেবার লক্ষ্যে


গ্রাম ডাক্তার কল্যান সমিতির সংবাদ সম্মেলন

পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যান সমিতি বর্তমান সময়ে করোনা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রত্যন্ত এলাকায় সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু চিকিৎসা সরঞ্জামাদি, করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে প্রশিক্ষনের অভাবে বর্তমান সময়ে কাজ করতে তারা হিমশিম খাচ্ছে। এরই প্রেক্ষিতে পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পাটকেলঘাটা থানা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাক্তার এস এম হাদিউজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন মহামারী করোনা যুদ্ধে পাটকেলঘাটা থানা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সকলে প্রত্যন্ত এলাকায় সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। কিন্ত করোনা রোগীদের সেবা ও চিকিৎসা দেয়ার ইচ্ছা থাকলেও চিকিৎসা সরঞ্জাম ও উপযুক্ত প্রশিক্ষনের অভাব রয়েছে। সরকারী ভাবে করোনা রোগীদের সেবার বিষয়ে প্রশিক্ষন ও চিকিৎসা সরঞ্জামাদির ব্যাপারে ইতিমধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এর সাথে বৈঠক করা করা হয়েছে। তিনি এ ব্যাপারে উপরিমহলে কথা বলার আশ্বাস প্রদান করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাধারণ সম্পাদক এস এম রেজওয়ান উল্লাহ, প্রধান উপদেষ্টা মোঃ আলাউদ্দীন,শংকর কুমার দাশ, শেখ জামাল উদ্দীন,খলিশখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দীন, সরুলিয়া ইউনিয়ন সভাপতি অরুণ কর, নগরঘাটা ইউনিয়ন সভাপতি বাবলুর রহমান প্রমুখ।


Top