আজ || শুক্রবার, ০২ Jun ২০২৩
শিরোনাম :
 


এক প্রবাসী ও শিকড়ের সন্ধানের উদ্যোগে করোনা প্রতিরোধে ৩০০ সাবান বিতারণ

সাতক্ষীরার তালায় শাহাজাতপুরে মানব সেবামূলক সংগঠন ‘শিকড়ের সন্ধানে’ ও প্রবাসী শেখ ইকবল হোসেনের উদ্যোগে করোনা প্রতিরোধে ৩০০ পিচ সাবান বিভিন্ন মসজিদ এবং গরীব দুঃস্থ ব্যক্তিদের বিতারণ করা হয়েছে।

আজ  সকাল থেকে ‘শিকড়ের সন্ধানে’ ও শেখ ইকবল হোসেনের অর্থায়নে ৩০০ পিচ সাবান শাহাজাতপুর,দক্ষিন শাহাজাতপুর,খেশরা ডুমুরিয়া এলাকায় এ সাবান বিতারণ করেন এলাকার যুব সমাজ।

শিকড়ের সন্ধানের আহবায়ক বলেন,আমরা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা এলাকার মানুষের বিপদআপদে পাশে দাড়ানোর সেই ধারাবাহিকতা অনুযায়ী করোনা প্রতিরোধে আমাদের এ ক্ষুদ্র আয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ ইকবল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি করোনা প্রতিরোধে ১০০ পিচ সাবানের সহযোগিতা করেছি।আশা করি এতে এলাকার মানুষ এই বিপদের সময়ে করোনা প্রতিরোধে সচেতন হবে।

খেশরা ইউ পি চেয়ারম্যান, প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন সহ এলাকার সচেতন সমাজ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


Top