আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়নের ৩০০ পরিবারে ঈদ উপহার বিতরণ।

খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কপিলমুনি প্রেস ক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টু শুক্রবার বিকালে কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়নের ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। 

এসময় বিএনপি নেতা আবদুল গফুর, শহিদুল ইসলাম, ইব্রাহিম গাজি, বাদল মোড়ল, আলাল সরদার, কামরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা জাফর পাড়, ইমামুম ইসলাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এডভোকেট এস্কেন্দার মির্জা  সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


Top