আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


খুলনা জেলা প্রশাসন এবং ইউএনডিপি’র সহযোগিতায় হ্যান্ড স্যানিটাইজার বিরতণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশ-এর সহযোগিতায় আজ রবিবার খুলনা জেলায় মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার বিরতণ করা হয়।
খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও এ কর্মসূচির প্রধান সমন্বয়ক মোঃ ইকবাল হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ত্রাণ বিতরণসহ জনসেবা নিশ্চিত করতে তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তাদের সুরক্ষার কথা চিন্তা করে ইউএনডিপি’র সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ফর্মুলায় তৈরি করা হয়েছে বিশ্বমানের ১০০ মিলিলিটারের সাড়ে ছয় হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার। তিনি বলেন, খুলনা জেলায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে পানির স্বল্পতা থাকায় এসব হ্যান্ড স্যানিটাইজার সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ গ্রাম পুলিশদের মাঠ পর্যায়ে কাজ করতে সহায়ক ভূমিক পালন করবে।
হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সাবান, মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। জনসমাগম এড়াতে জেলা প্রশাসনের গাড়িতে এসব উপকরণ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হচ্ছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরোয়ার আহমেদ সালেহীন, সহকারী কমিশনার নূরী তাসমিন ঊর্মি ও খুলনার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন।


Top