আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 


কেশবপুরে সরকারি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

সোমবার ভোরে যশোর- চুকনগর  সড়কের মধ্যকুল নামক স্থানে সরকারি চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ।

জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি খাদ্য গুদাম থেকে  ট্রাকটি (যার নম্বর ঢাকা মেট্র-ট-১৬০৪৮৭) ৩৩৬ বস্তায়  ১৬.৬৫০ টন খাদ্য অধিদপ্তরের চাল নিয়ে কেশবপুর খাদ্য গুদামে আসছিলো। ট্রাক ড্রাইভার শুকুর আলী জানায়, সোমবার ভোরের দিকে কেশবপুরের প্রবেশ মুখে একটি পিক আপকে সাইড দিতে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।

কেশবপুরের খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান জানান, ঈদ উপলক্ষে সরকারের দেয়া ত্রাণের চাল নিয়ে কেশবপুরে আসছিলো। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কেশবপুরের খাদ্যগুদামের শ্রমিক দিয়ে  অন্য ট্রাকে চাল তুলে দেয়া হয়েছে। যেহেতু চাল ভিজে গেছে, আমরা ভেজা চাল গ্রহণ করছি না। কেশবপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে   খাদ্য অধিদপ্তরে ভি-ইনভয়েজ দেখে জানা গেছে, এটা সরকারি চাল কালীগঞ্জ থেকে কেশবপুর সরকারি খাদ্য গুদামে আনা হচ্ছিল।


Top