আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


কেশবপুরে শিক্ষক আজাহারুল ইসলামের মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শোক

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী আজাহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

শোক বিবৃতি প্রদানকারীরা হলেন উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি (অর্থ) বাসুদেব সেনগুপ্ত, সহকারী সাধারণ সম্পাদক (সাধারণ) শাহাজাহান, সহকারী সাধারণ সম্পাদক (অর্থ) আশরাফুজ্জামান-সহ সমিতির নেতৃবৃন্দ।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গাজী আজাহারুল ইসলাম ছিলেন শিক্ষার্থী বান্ধব শিক্ষক। তাছাড়া তিনি কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অবসরের পূর্ব পর্যন্ত সুনামের সহিত সহকারী সাধারণ সম্পাদক (সাধারণ)-এর দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য দেশের অবন্থা স্বাভাবিক হলে সমিতির আয়োজনে শিক্ষক গাজী আজাহারুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


Top