আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে কৃষকের ধান কেটে সহযোগিতা করলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে এবং যশোরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের অনুপ্রেরণায় কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ষষ্ঠ দিনের ন্যায় মঙ্গলবার কৃষকের ২ বিঘা জমিতে ধান কেটে সহযোগিতা করছেন।

উপজেলার পরচক্রা গ্রামের মতিয়ার মোড়ল  জানান, করোনা ভাইরাসের কারণে ধানকাটা শ্রমিক সংকট দেখা নিয়েছে। ক্ষেতের পাঁকা ধান কাটা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। বিষয়টি অবগত হয়ে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্নার নেতৃত্বে ছাত্রলীগনেতা রাব্বি, রিয়াদ, সজীব, রায়হান, রিপন, সোহাগ, রাসেল, সাগর, কৌশিক, ফারুক, আলতাপ, জাহাতাপ, শাহীন,  মহিবুল্লাহ, হাবিবুল্লাহ, শহীদ, তুহিন, বাদশা, হালিম, হাকিম, হাসান, হোসেন, আল আমিন, রিপন -সহ  বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের অর্ধশত নেতৃবৃন্দ গতকাল তাঁর  ২বিঘা জমির ধান কেটে আমাকে সহযোগিতা করেছেন।

এব্যাপারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্না জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে তাঁর নেতৃত্বে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ কৃষকের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া দেশের যে কোন সংকটে ছাত্রলীগ দেশবাসির পাশে আছে, থাকবে।


Top