আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


কেশবপুরে মটরসাইকেল-চালকসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কেশবপুর প্রতিনিধি
সরকারী নির্দেশনা না মানায় কেশবপুরে মটরসাইকেল চালকসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খোলা রেখে জনসমাগমের সৃষ্টি করার দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন-কেশবপুর শহরের চায়ের দোকান্দার আতিয়ারকে ৫শ, মঙ্গলকোট বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শ, ইলেক্ট্রোনিক্সের দোকান্দার আক্তার হুসাইনকে ৫শ, আগরহাটি-ভাইনা বাজারের ইলেক্ট্রোনিক্সের দোকান্দার আফসার আলীকে ৫শ, কলাগাছি বাজারের ইলেক্ট্রোনিক্স দোকান্দার সোহেল রানা ১ হাজার, তৌহিদুজ্জামানকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বাউশালা গ্রামের ইব্রাহিম হোসেনকে (মটরসাইকেল চালক) ২শ ও কুসুলদিয়া গ্রামের হাসানুজ্জামানকে (মটরসাইকেল চালক) ২শ টাকা জরিমানা করেন।


Top