কেশবপুরের হাজী আব্দুল মোত্তালিব মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও উপজেলা ভোরের সাথীর সদস্য জুলফিকার আলী(৫২)’র নামাজে জানাজা মঙ্গলবার সকাল ৯ টায় কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মাওঃ আব্দুল জলিলের ঈমামতিতে নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, অধ্যাপক মুক্তার আলী, উপজেলা ভোরের সাথীর আহ্বায়ক সাংবাদিক এস আর সাঈদ প্রমুখ। পরে উপজেলার তেঘরি গ্রামে ২য় নামাজে জানাজা শেষে তেঘরি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য প্রভাষক জুলফিকার আলী ২৭ ফেব্রুয়ারী কেশবপুর শহরের নিজ বাড়ির ৪ তলার ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহতাবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ বেলা সাড়ে ১২ টার দিকে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।