আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


কেশবপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কেশবপুরে দূর্বৃত্তরা শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতেই তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার সাতবাড়িয়া গ্রামের ইমদাদুল হক মোড়লের ছেলে শরিফুল ইসলাম পাটকেলঘাটা বাজারের আল মদিনা বেকারী থেকে খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকার দোকানে সরবরাহ করতো। রাতে ওইসব দোকান থেকে টাকা আদায় করে বেগমপুর সাতবাড়িয়া সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে লাশ রশিদের খেজুর বাগানের ভেতর ফেলে রেখে চলে যায়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার গলায় ২টি ও মুখের ডান পাশে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

তার ব্যবহৃত মোটর সাইকেলটি ঘটনাস্থলের পাশের রাস্তা থেকে উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।


Top