আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 

প্রেস রিলিজ


কৃষক বাঁচাও আন্দোলনের পৌর ৮ নং ওয়ার্ডের আলোচনা সভা

কৃষক বাঁচাও আন্দোলনের পৌর ৮ নং ওয়ার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা স্বর্ণ দোকানঘর ছাই মাটি শ্রমিক ইউনিয়নের অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষক আহাদ সরদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাইমুল হক কিসলু, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার চীফ রিপোর্টার মুনসুর রহমান, কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক ইউসুফ আলী, সদস্য সচিব আবুল হোসেন, রং পালিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাতক্ষীরা স্বর্ণ দোকানঘর ছাই মাটি শ্রমিক ইউনিয়নের ফারুক হোসেন প্রমূখ।

সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ’র সঞ্চালনায় এ সময় ছবুর সরদার, জাকির হোসেন, আঃ রউফ সানা, রফিকুল ইসলাম, আব্দুল কাদের, ছোবান আলী, আব্দুল গফ্ফার, খোকন আলি প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে সকলের সম্মতিতে ছবুর সরদারকে আহবায়ক, আহাদ সরদারকে যুগ্ম আহবায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কৃষক বাঁচাও আন্দোলনের পৌর ৮ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আঃ রউফ সানা, রফিকুল ইসলাম, আব্দুল কাদের, ছোবান আলী, আব্দুল গফ্ফার, খোকন আলি, গোলাম আলি, রবিউল ইসলাম, কামরুল ইসলাম, মিয়ারাজ হোসেন, আব্দুল গণি, আব্দুল হাসান, আবুল হোসেন (ফটিক), আসাদুল ইসলাম, আকরাম আলী, ওয়াজেদ আলী, আঃ রশিদ, তপুর আলী, আব্দুল জলিল, হযরত আলী, বাবর আলী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, কৃষকদের জীবন আজ দুর্বিসহ হয়ে উঠেছে। বেশি দামে কৃষি উপকরণ কিনে উৎপাদিত ফসল কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে কৃষি ব্যবস্থাই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। মধ্যসত্বভোগী, ইজারাদার ও সিন্ডিকেটের দৌরাত্বে দিশেহারা কৃষকরা। আজ শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলা ছাড়া কৃষকের ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে না।

বক্তারা আরও বলেন, চলতি বোরো মৌসুমে সরকার লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনার ঘোষণা দিলেও তা বাস্তবায়নে কৃষকরা আলোর মুখ দেখতে পাচ্ছে না। এমনকি দেশে আজও কৃষকদের জন্য কৃষি আদালত, কৃষি বীমা, কৃষি মার্কেটও চালু করা সম্ভব হয়নি; তা অচিরেই বাস্তবায়নের দাবি জানানোর পাশাপাশি উৎপাদন ধরে রাখার স্বার্থে উৎপাদিত পন্য সরকারি ক্রয়ে প্রনোদনা যাতে কৃষকের ঘরে যায় তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।


Top