আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 


কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিমের মধ্যবিত্ত ১০০ পরিবারে ত্রান বিতরণ

গতকাল কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম ১০০ মধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রান বিতরন করেন।

এ ব্যাপারে শেখ ফাহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে বাংলাদেশে অঘোষিত লকডাউনে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা না পারছে লাইনে দাঁড়িয়ে ত্রান নিতে না পারছে কারো কাছে সাহায্য চাইতে, তাদের এই অসহায়ত্ব আমি উপলব্ধি করে নিজের সাধ্যমতো ব্যাক্তিগত তাহবিল থেকে ১০০ পরিবারের হাতে ত্রান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দিয়েছি। আগামী পবিত্র মাহে রমজানে ঠিক একই ভাবে মধ্যবিত্ত পরিবারের হাতে ইফতারের সামগ্রী তুলে দেওয়ার ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।

ত্রান বিতরণ কালে শেখ ফাহিমের সাথে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জ্বল ও কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাসেল ছাত্রলীগ নেতা সুমন, নাহিদ, নাজির, সবুর, সাগর। ছাত্রলীগ নেতা শেখ রাসেল  আরো বলেন  আমরা সল্প  পরিসবে ত্রান দেওয়া শুরু করেছি ভবিষ্যতে এবং পবিত্র মাহে রমজান মাসে ইফতারি সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিবো ইনশাআল্লাহ।


Top