আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


কালিগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্য

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে ২২ বছর বয়সী এক ভাটা শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের ঘোঁজাডাঙ্গা এলাকার এসবি ব্রিকসে ঘটেছে। জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে আব্দুর রহিমের পুত্র রফিকুল ইসলাম (২২) গত শুক্রবার(১৭ এপ্রিল) রাত ৮টায় এস.বি ইট ভাটার বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত রফিকুল ইসলাম ঐ এস.বি ইট ভাটার শ্রমিক ছিলেন। মৃতের ভাই শফিকুল ইসলাম জানান, আমরা একই সময়ে ভাটার সামন্য কাজ সেরে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এসময় অসাবধানতায় আমার ছোট ভাই রফিক বিদ্যুতের তারে শর্টখেয়ে ছটফট করতেছিল। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে রফিককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়ারত আলী ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার যথাযথ তদন্ত চলছে। এঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।


Top