আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


কালিগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় তিন দিন ব্যাপি কৃষি মেলা ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর হতে একটি কর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধন সড়ক প্রদক্ষিন শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজ্জামেল হক রাসেলে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপি কৃষি মেলা ২০২০ এর উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহদেী, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। জননেত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।

আমাদের কালিগঞ্জের মাটি খুবই উব্রর। তুলনামূলকভাবে জমির পরিমান কম হলেও মহান আল্লাহর রহমতে কালিগঞ্জের মাটিতে যা চাষাবাদ করেন কৃষকরা সবই সোনার ফলন হয়। মেলাকে প্রাণবন্ত করতে কালিগঞ্জের সর্বসাধারণকেকে মেলা পরিদর্শণের আমন্ত্রণ জানান অতিথিরা।


Top