আজ || বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ    
 

 মালামাল উদ্ধার


কালিগঞ্জে চোর সিন্ডিকেটের দুই সক্রিয় সদস্য আটক

কালিগঞ্জে চোর সিন্ডিকেটের দুই সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে একটি মটর সাইকেল, ৮ খানা বাইসাইকেল ও মোবাইল। থানা ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে ঘুশুড়ী গ্রামের মেছের আলী গাজীর পুত্র এলান গাজী (১৮) ও আমজেদ আলী গাজীর পুত্র বাবলা হোসেন (১৮) কে স্থানীয় জনসাধারণ সন্দেহ বসত আটক করে।

জিজ্ঞাসাবাদকালে তারা মোবাইল ফোন, মোটর সাইকেল ও বাইসাইকের চুরির কথা স্বীকার করে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন তাদের নিকট থেকে ১ টি মোটর সাইকেল ৮ খানা বাইসাইকেল কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরে কালিগঞ্জ থানায় সংবাদ দিলে থানার উপ পরিদর্শক সালাহ উদ্দীন ও উপ পরিদর্শক ইমরানসহ সঙ্গীয় ফোর্স চুরিকৃত মালামাল জব্দ করে এবং চোর চক্রের সদস্য এলান ও বাবলাকে থানায় নিয়ে আসে। তাদেরকে চুরি মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।


Top