করোনা ভাইরাস আতঙ্ক নয়, সতর্ক হই’ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ড়সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল ৫টায় এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সহ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহম্মেদ, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা অজিহর রহমান, খাঁন আহাছানউল্লাহ, মোমতাজ হোসেন মন্টু, ইউনিয়ন কমান্ডার মোতলুবর রহমান, আলীম বকস, মহিউদ্দীন, ইউনিয়ন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, জেহের আলী, সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানানো হয়।