আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


কালবৈশাখী ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের ব্যাপক ক্ষতি

প্রচণ্ড ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে

রবিবার (১০ মে) রাতের কালবৈশাখী ঝড়ে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাইস্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

এদিন রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। তার আগে প্রচণ্ড ভ্যাপসা গরমের পর ইফতারের পরপরই রাজগঞ্জের আকাশে মেঘ জমতে থাকে। এরপর শুরু হয় ঝড়ের তাণ্ডব।

রাজগঞ্জ হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মাসুদ কামাল জানান, প্রচণ্ড ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে। এর নিচে পড়ে একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল ভেঙ্গে যায়। এতে প্রায় ২০/২৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।

গাছের চাপে আর্সেনিক মুক্ত টিউবওয়েলটি ভেঙ্গে গেছে

এছাড়া রাজগঞ্জ এলাকার মাঠে কেটে রাখা বোরো ধান উড়ে লন্ডভন্ড হয়ে যায়। পাশাপাশি প্রবল ঝড়ে উঠতি ফসলের পাশাপাশি বিপুল পরিমাণ আম ঝরে পড়ে। করেনাভাইরাসের কারণে এমনিতেই মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তার ওপর ঝড় ও ভারী বর্ষণের ফলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।


Top