আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


কালবৈশাখী ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের ব্যাপক ক্ষতি

প্রচণ্ড ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে

রবিবার (১০ মে) রাতের কালবৈশাখী ঝড়ে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাইস্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

এদিন রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। তার আগে প্রচণ্ড ভ্যাপসা গরমের পর ইফতারের পরপরই রাজগঞ্জের আকাশে মেঘ জমতে থাকে। এরপর শুরু হয় ঝড়ের তাণ্ডব।

রাজগঞ্জ হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মাসুদ কামাল জানান, প্রচণ্ড ঝড়ে রাজগঞ্জ হাইস্কুলের বড় ভবনের সামনের বড় একটি মেহগনি গাছের মাথা (বড় ডাল) ভেঙ্গে পড়ে। এর নিচে পড়ে একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল ভেঙ্গে যায়। এতে প্রায় ২০/২৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।

গাছের চাপে আর্সেনিক মুক্ত টিউবওয়েলটি ভেঙ্গে গেছে

এছাড়া রাজগঞ্জ এলাকার মাঠে কেটে রাখা বোরো ধান উড়ে লন্ডভন্ড হয়ে যায়। পাশাপাশি প্রবল ঝড়ে উঠতি ফসলের পাশাপাশি বিপুল পরিমাণ আম ঝরে পড়ে। করেনাভাইরাসের কারণে এমনিতেই মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তার ওপর ঝড় ও ভারী বর্ষণের ফলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।


Top