আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


কলারোয়ায় পুলিশ সদস্যের স্ত্রীর করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮ জন

কলারোয়ায় এবার এক পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। কলারোয়ার চন্দনপুর ও জালালাবাদ ইউনিয়নের পরে এবার দেয়াড়া ইউনিয়নে নতুন করে ত্রিপা তরফদার (২৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।

এ নিয়ে কলারোয়ায় ৮ জন করোনা পজিটিভ হলো। যার মধ্যে ৬ জনই চন্দনপুর এবং অন্য দু’জন জালালাবাদ ১ জন ও দেয়াড়া ইউনিয়নের। আক্রান্ত ত্রিপা তরফদার খোরদো পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসের স্ত্রী। বসবাস করেন খোরদো বাজারের একটি ভাড়া বাসায়। গত ৩ জুন ক্রিপা তরফদারের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। যার রিপোর্ট রোববার পজিটিভ আসে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ৩ জুন ওই নারীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বলে জানা যায়, পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস সাংবাদিকদের জানান, রোববার আক্রান্ত নারীর বাসাসহ আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।


Top