আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


কলারোয়ায় কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, তিনজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি.
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। নিহত শিক্ষার্থী পাইকপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে তুষার জনি (২০)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, বৃহস্পতিবার (বিকাল ৫টা) তিনি বর্তমানে ঘটনাস্থলেই অবস্থান করছেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রাথমিকভাবে সবার সাথে কথা বলে প্রাথমিকভাবে যা জেনেছেন তা হলো ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ২য় বর্ষের ছাত্র পাইকপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে তুষার জনি (২০)’র সাথে স্থানীয় কামরুজ্জামানের স্কুল পড়–য়া মেয়ের সখ্যতা গড়ে ওঠে। এ ঘটনায় বুধবার রাতে কামরুজ্জামান ও তার ভাই ওয়াহিদুজ্জামান কৌশলে মেয়েকে দিয়ে জনিকে ফোন দিয়ে বাড়িতে ডেকে এনে বেদম পেটায়। পিটুনিতে জনি জ্ঞান হারালে মৃত ভেবে বাইরে ফেলে রেখে দেয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাথে সাথেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে।
ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, এঘটনায় কামরুজ্জামানের পিতা রিয়াজ উদ্দিন, স্ত্রী আসমা খাতুন, ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ। জনির পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্ততি চলছে।
স্থানীয় যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, মেধাবী ছাত্র জনিকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। #


Top