আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


কলারোয়ার ইউএনও করোনা ভাইরাসের সচেতনতামূলক  লিফলেট বিতারণ

শুক্রবার কলারোয়ার উপজেলা প্রশাসনের  আয়োজনে, করোনা ভাইরাস সম্পর্কে  উপজেলা জামে মসজিদে জুম্মার নামাজের আগে মুসল্লিদের   জনসচেতনতা বৃদ্ধিতে বলেন আপনার বাড়ির আশে পাশে বিদেশ ফেরত এমন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকবে ও নামাজ শেষে  সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার  আর এম সেলিম শাহনেওয়াজ।
এছাড়া  উপস্থিত ছিলেন মুফতি আতাউর রহমান বিশ্ব বাসির জন্য দোয়া করে বলেন মহান আল্লাহ যেন এই ভাইরাস থেকে আমাদের সকলকে রক্ষা করেন। হিফাজত করেন আমিন।
সাথে সাথে মুসলমানদের ৫ ওয়াক্ত ওযুসহ  নামাজ পড়ার নির্দেশ দেন ও মোনাজাত পরিচালনা করেন।  উপস্থিত ছিলেন অসংখ্য মুুসল্লি বৃন্দ।


Top