নভেল করোনা ভাইরাস প্রতিরোধ জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর নিজস্ব উদ্যোগে প্রকাশিত লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গত ২২ ও ২৩ মার্চ দু দিন ব্যাপি সমগ্র ইউনিয়নের সকল হাট বাজার ও বিভিন্ন পাড়া মহল্লায় সচেতামূলক লিফলেট বিলি জনবহুল স্থানে অবস্থিত নলকূপে সাবান ও হ্যান্ডওয়াশ স্থাপন করেছে।
প্রভাষক প্রনব ঘোষ বাবলুর নেতৃত্বে শতাধিক ছাত্র যুবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা ইউনিয়নের হাজরাকাটি, মহান্দী, নলতা, গোনালী, হরিশ্চন্দ্রকাটি, খলিলনগর, প্রসাদপুর, গংগারামপুর, মাছিয়াড়া, ঘোষনগর, রায়পুর ও কাটবুনিয়া করোনা সংক্রান্ত সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এ প্রসংগে প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, নভেল করোনা ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য গণ সচেতনতার বিকল্প নেই। তিনি সকল কে জনসমাগম এড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব আরোপ করেন।