আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


করোনা : প্রনব ঘোষ বাবলুর উদ্যোগে লিফলেট ও সাবান বিতরণ

নভেল করোনা ভাইরাস প্রতিরোধ জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর নিজস্ব উদ্যোগে প্রকাশিত লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে।

জানা গেছে, গত ২২ ও ২৩ মার্চ দু দিন ব্যাপি সমগ্র ইউনিয়নের সকল হাট বাজার ও বিভিন্ন পাড়া মহল্লায় সচেতামূলক লিফলেট বিলি জনবহুল স্থানে অবস্থিত নলকূপে সাবান ও হ্যান্ডওয়াশ স্থাপন করেছে।


প্রভাষক প্রনব ঘোষ বাবলুর নেতৃত্বে শতাধিক ছাত্র যুবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা ইউনিয়নের হাজরাকাটি, মহান্দী, নলতা, গোনালী, হরিশ্চন্দ্রকাটি, খলিলনগর, প্রসাদপুর, গংগারামপুর, মাছিয়াড়া, ঘোষনগর, রায়পুর ও কাটবুনিয়া করোনা সংক্রান্ত সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এ প্রসংগে প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, নভেল করোনা ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য গণ সচেতনতার বিকল্প নেই। তিনি সকল কে জনসমাগম এড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব আরোপ করেন।


Top