আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


করোনা : তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম অব্যাহত

করোনা ভাইরাসে সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন অব্যাহত রেখেছে ।
আজ রোববার সকালে তালা জনতা ব্যাংক শাখা কার্যালয়ে গিয়ে দেখা যায়, গ্রাহকদের হাত ধুয়েই ব্যাংকে প্রবেশ করতে হচ্ছে। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংকে লেনদেন করতে হচ্ছে। ২৯ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
গ্রাহকরা জানান, ব্যাংক খোলা থাকায় স্বাভাবিক ভাবে লেনদেন করতে পারছি।
তালা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান জানান, জেলা এরিয়া প্রধান মোঃ জাকির হোসেনের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন করছেন গ্রহকরা। ব্যাংকে প্রবেশ করার পূর্বে গ্রাহকদের হাত ধোয়োর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন স্বাভাবিক আছে।


Top