আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


করোনা : তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম অব্যাহত

করোনা ভাইরাসে সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন অব্যাহত রেখেছে ।
আজ রোববার সকালে তালা জনতা ব্যাংক শাখা কার্যালয়ে গিয়ে দেখা যায়, গ্রাহকদের হাত ধুয়েই ব্যাংকে প্রবেশ করতে হচ্ছে। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংকে লেনদেন করতে হচ্ছে। ২৯ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
গ্রাহকরা জানান, ব্যাংক খোলা থাকায় স্বাভাবিক ভাবে লেনদেন করতে পারছি।
তালা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান জানান, জেলা এরিয়া প্রধান মোঃ জাকির হোসেনের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন করছেন গ্রহকরা। ব্যাংকে প্রবেশ করার পূর্বে গ্রাহকদের হাত ধোয়োর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন স্বাভাবিক আছে।


Top