আজ || রবিবার, ০৪ Jun ২০২৩
শিরোনাম :
  সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল পাটকেলঘাটারর খামার ব্যবসায়ী হাবিবুর       তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু       পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা  স ম ইউসুফ আলী সড়ক” উদ্বোধন করেন- এমপি বাবু        তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া       তালায় স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, মেয়ের পিতাকে জরিমানা!       তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত       তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন       তালায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত       জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা       খলিলনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা    
 


করোনার বিরুদ্ধে সংকল্প নেবার আহ্বান মোদীর

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এই পরিস্থিতিতে শুক্রবার সকাল নয়টায় দেশবাসীকে এক ভিডিও বার্তায় করোনার বিরুদ্ধে দেশবাসীর সংকল্প নেবার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, করোনাভাইরাসের অন্ধকার থেকে আলোর পথে যেতে হবে আমাদের। আর তাই দেশবাসী যে এ ব্যাপারে একসঙ্গে লড়াই করছে তা বোঝাতে ৫ এপ্রিল রবিবার, রাত ৯ টায় ৯ মিনিট ধরে ঘরের সব আলো নিভিয়ে বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইল এর আলো জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। লকডাউনে দেশবাসীর ভ’মিকার ভূয়সী প্রশংসা করে মোদী বলেছেন , দেশবাসী খুব শৃঙ্খলা দেখিয়েছেন। আপনারা সরকারের আবেদনে যে ভাবে সাড়া দিয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব। মোদী এদিন তার ভাষণে বারে বারে বলেছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধ একার লড়াই নয়। এই লড়াই সকলের মিলিত লড়াই।
১৩০ কোটির ভারতবাসীর মিলিত জনশক্তিই আমাদের জয়ী করবে। লকডাউনে সকলে ঘরে থাকলেও কেউ যে একা নন সেকথাটাও মোদী এদিন সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী টুইট করে দেশবাসীকে বার্তা দেবার কথা জানানোর পর সকলের মধ্যে প্রবল কৌতুহল তৈরি হয়েছিল তিনি কি বলতে পারেন তা নিয়ে। তবে এদিন মোদী বিশেষ কিছু বলেন নি। শুধু সকলে সকলের পাশে রয়েছেন সেই বার্তাটিই দিতে চেয়েছেন। গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে ২১ দিনের লকডাউনের কথা ঘোষনা করেছিলেন। সেই ঘোষণার ঠিক ১০ দিনের মাথায় শুক্রবার ফের এক বার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিনের ভাষণে লকডাউনের ফলে যে গরীব মানুষ খুবই অসুবিধার মধ্যে পড়েছেন সেকথাও জানিয়েছেন।


Top