আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


করোনার ওষুধের সবচেয়ে বড় পরীক্ষা চলছে যুক্তরাজ্যে

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধের সবচেয়ে বড় পরীক্ষা যুক্তরাজ্যে চলছে। আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর ফল হাতে আসবে।

দ্য গার্ডিয়ান অনলাইন জানিয়েছে, যুক্তরাজ্যজুড়ে ন্যাশনাল হেলথ সার্ভিসের ১৬৫টি হাসপাতালে পাঁচ হাজারের বেশি করোনা রোগীর ওপর এক মাস ধরে এসব ওষুধের পরীক্ষা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপেও একই ধরনের পরীক্ষা চালানো হয়েছে। তবে এখানে রোগীর সংখ্যা ছিল কয়েকশ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন সংক্রামক ব্যধি ও বৈশ্বিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক পিটার হরবি বলেন, ‘এটা এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষা।’

এর আগে পিটার পশ্চিম আফ্রিকা ও কঙ্গোতে ইবোলার ওষুধ পরীক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন। তার দলটি এবার করোনার ওষুধ পরীক্ষায় সুনিশ্চিত তথ্য চাইছেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি জুনের কোনো এক সময় ফল হাতে পাব। এতে উপকারের বিষটি যদি সত্যিকারার্থে স্পষ্ট হয়, তাহলে উত্তর পাওয়া যাবে দ্রুত।’


Top