আজ || বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম :
 


কবিতা //আমি লাশ// গাজী মোমিন উদ্দীন

আমি লাশ
গাজী মোমিন উদ্দীন

যদি হঠাৎ করে তুমি শোনো
আমি মরে গিয়েছি,
যত কাজ থাকুক তোমার
এসে দেখবে শুয়ে আছি।

আমি একটা তাজা লাশ
হব কবরবাসী,
দুনিয়ায় আমার কাজ শেষ
পর বিশ্ববাসী।

কেউ ব্যস্ত হয়েছে আমার
পাঠাতে কবরে,
কেউ বাঁশ কাটতে বাগানে
কেউ ব্যস্ত গোরে।

কেউ গেছে সাবান আনতে
ধোঁয়াতে আমাকে,
কেউ ত্রস্ত কাফন কিনতে
পাশের কোন বাজারে।

আত্মীয়স্বজনে ভরেছে বাড়ি
বসে কিংবা দাঁড়িয়ে,
কেউ বলছে মানুষটা ভাল ছিল
মুখটা বাড়িয়ে।

কেউ বসে আছে রাস্তাঘাটে
কখন হবে জানাজা,
কেউ আবার অলস ব্সে বসে
খাচ্ছে বাদাম ভাজা।

কেউ বলছে কাজ আছে
যেতে হবে হাটে,
পোস্টার আনতে হবে আজ
গিয়েছি মেম্বর ভোটে।

একজন বলছে মেয়ের বিয়ে
যেতে হবে ছেলে দেখতে,
বিকেলে আবার স্প্রে করব
ডেঙ্গু মশা রুখতে।

অনেক লোক আছে এখানে
দাফন করবে তারা,
যে গিয়েছে মরে সে কি জানে
কবর দিয়েছে কারা।

এমন সময়ে এল ইমাম সাহেব
দাঁড়িয়ে গেছে লোক,
আমার লাশের সময় শেষ হল
যে যাই বলুক।

এমনিভাবে যেতে হবে সবার
কাঁদবে জারে জার,
মরে গেলে কেউ কখনও
ফিরে আসবে না আর।

যত নষ্ট কাজ এস বাদ দেই
ফুটাই শুধু ফুল,
মরিলে সবাই বলবে পরকালে
যা করেছি সব ভুল।


Top