আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


উত্তরণের আয়োজনে মাসিককালীন স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে সভা

উত্তরণের আয়োজনে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় “বাংলাদেশে মাসিককালীন স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে এনজিও, সিভিল সোসাইটি ও বে-সরকারিখাতের সমন্বিত প্রচেষ্টা’ প্রকল্পের আওতায় লোকাল অথোরিটির সাথে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ মার্চ) পাইকগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মলঙ্গী।

উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্য’র পরিচালনায় সভায় উত্তরণের পরামর্শক অধ্যাপক হাশেম আলী ফকির, পানি কমিটি নেতা অধ্যাপক রেজাউল করিম, মোঃ আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা কাজী তোকারেক হোসেন, মীর জিল্লুর রহমান, ইয়ুথ পানি কমিটির সভাপতি কানিজ আহমেদ বৈশাখী, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা প্রমুখ।

সভায় শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top