আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


আসন্ন ঈদ উপলক্ষে, ঈদের উপহার সামগ্রী দিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিপন সরদার

যশোর জেলার মণিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে সামাজিক পৃথক দুরত্ব বজায় রেখে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলেন আগামী ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, কর্মীবান্ধব নেতা গরীব, দুখী, খেটে খাওয়া মানুষের বন্ধু, তারুন্যের আশার আলো, তরুন সমাজ সেবক মোঃ শিপন সরদার। 

১৬ই মে শনিবার সকালে রাজগঞ্জ ভূমি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সামাজিক পৃথক দুরত্ব বজায় রেখে ঝাঁপা এলাকায় মহামারী করোনা ভাইরাস এর কারণে ২৭০ গৃহ বন্দি গরীব অসহায় পরিবারের মাঝে ঈদে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। বিতরণের সময় ঈদ উপহার সামগ্রী পাওয়ায় গৃহ বন্দীরা জানায়, করোনা ভাইরাস এর কারণে গোটা বিশ্ব স্থবির হয়ে পরছে , বাংলাদেশও এর বাইরে নয়, সেই জন্য বাংলাদেশের সাস্থ অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ঘরে অবস্থান করছি ফলে কর্ম সংস্থান বন্ধ থাকায় আসন্ন ঈদ উৎযাপন করা অনেক কঠিন হয়ে পড়ছিল এখন সমাজ সেবক শিপন সরদার এর কাছ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে সন্তান পরিজন নিয়ে ঈদ উৎযাপন অনেক সহজ হল। এসময় সমাজ সেবক শিপন সরদার দুস্থদের ভালোবাসায় সিগ্ধ হন।

ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে জানতে চাইলে সমাজ সেবক শিপন সরদার বলেন, এ বছরের আমার পরিবার নিয়ে ঈদ উৎযাপন সীমিত আকারে করে বাকি অর্থ দিয়ে আমি স্থানীয় গৃহ বন্দী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করলাম, আশা করি আসন্ন ঈদ ঘরে বসে অসহায় মানুষের আনন্দ ময় হবে। ঈদের উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, যুবলীগনেতা সোহেল রানা, জুয়েল, জাহিদ হোসেন, ফিরোজ হোসেন, হারুন হোসেন, মেহেদী হাসান, বিল্পাব হোসেন, ছাত্রলীগনেতা আকাশ হোসেন, মুন্না, ইমন, মমিনুর, সুজন প্রমুখ।


Top