আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


আশাশুনির বড়দলে মোবাইল কোর্টে সামাজিক দূরত্ব বজায় না রাখায়/পাঁজা মালিককে জরিমানা

আশাশুনি উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে ও এক পাঁজা মালিককে মোবাইল কোর্টে ৭হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ও সেনাবাহিনী মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের ইটের পাঁজা মালিক ডুমুরপাতা গ্রামের মৃত উকিল সরদারের পুত্র মইনুর সরদারকে অবৈধ ভাবে ইট পুড়ানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৫ হাজার টাকা জরিমানা দিয়ে নিস্কৃতি পান এবং ইট পোড়াবেন না মর্মে অঙ্গীকার প্রদান করেন। পরে ইউনিয়নের বিভিন্ন জায়গায় সামাজিকতা দূরত্ব বজায় না রাখায় ও সরকারি আদেশ অমান্য করে মোটরসাইকেল চালকসহ ৬ জনকে পৃথকভাবে ২৪শত টাকা, সর্বমোট ৭,৪০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন বড়দল (ভূমি) সহকারী কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান প্রমুখ।


Top