আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


আশাশুনিতে করোনাভাইরাস মোকাবেলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনিতে করোনাভাইরাস মোকাবেলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন করোনা ভাইরাস বর্তমানে বিশ্বে মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয়। আমাদেরকে সরকারের দিক নির্দেশনা মেনে কাজ করতে হবে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাতে বের না হতে পারে তার জন্য সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অনুরোধ করেন।

চায়ের দোকান,সেলুন,গরিব,মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে অনুদানের ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, ইউপি চেয়ারম্যান আবুহেনা শাকিল,

আবম মোসাদ্দেক, স ম সেলিম রেজা মিলন, প্রভাষক মোনায়েম হোসেন, দীপঙ্কর সরকার দ্বীপ, আব্দুল আলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,সিপিপির কর্মকর্তা ও সদস্য বৃন্দ।


Top