ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন তালার ইলিয়াস। রবিবার সকালে অলোকিত প্রতিদিনের বার্তা বিভাগ থেকে সৈয়েদ আহসান কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। ইলিয়াস দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা থেকে প্রকাশীত দৈনিক পত্রদূত এর তালা প্রতিনিধি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা অঞ্চলের তালা উপজেলা প্রতিনিধি এবং বিভিন্ন আনলাইন নিউজ পোর্টালের তালা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। ব্যক্তিগত জীবনে সে ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি, ২০১৫ সালে বিবিএ অনার্স ও ২০১৬ সালে এমবিএ শেষে করে বর্তমান এলএলবি অধ্যায়নরত আছেন।