আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি হলেন ইলিয়াস

dav

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন তালার ইলিয়াস। রবিবার সকালে অলোকিত প্রতিদিনের বার্তা বিভাগ থেকে সৈয়েদ আহসান কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। ইলিয়াস দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা থেকে প্রকাশীত দৈনিক পত্রদূত এর তালা প্রতিনিধি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা অঞ্চলের তালা উপজেলা প্রতিনিধি এবং বিভিন্ন আনলাইন নিউজ পোর্টালের তালা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। ব্যক্তিগত জীবনে সে ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি, ২০১৫ সালে বিবিএ অনার্স ও ২০১৬ সালে এমবিএ শেষে করে বর্তমান এলএলবি অধ্যায়নরত আছেন।


Top