আজ || রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ       তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন       আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী    
 


‘আমার শরীর আমি বুঝবো!’

তার শরীর, প্লাস্টিক সার্জারি, চেহারার মাপ নানা জিনিস নিয়ে হচ্ছে ট্রোলিং। অনবরত বিভিন্নভাবে সমালোচনার শিকার বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। যদিও সমালোচকদের কটূক্তিতে বিচলিত না হয়ে বরং তাদেরই এক হাত নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ পোস্ট করে শ্রুতির সপাট জবাব, তিনি মোটেই এসবে পাত্তা দিতে চান না। কেন তিনি রোগা, কেন তার হাড় দেখা যায় সেসবের উত্তর দিতে তিনি মোটেই বাধ্য নন। ঠোঁট ও নাকে প্লাস্টিক সার্জারি করা নিয়ে বার বার ট্রোলড হয়েছেন নায়িকা। সে প্রসঙ্গে শ্রুতির সরাসরি জবাব, হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। কিন্তু আমি তো এর প্রচার করছি না।
শারীরিক পরিবর্তন খুবই কষ্টকর। কিন্তু কাউকেই এভাবে বিচার করা ঠিক নয়। আমার শরীর আমি বুঝবো! এ নিয়ে সবার এত মাথাব্যাথা কেন? একইসঙ্গে শ্রুতির আবেদন, ভালোবাসা ছড়িয়ে দিন, ভালো থাকুন। আমি রোজ নিজেকে ভালোবাসতে শিখছি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় প্রেমকাহিনি আমার সঙ্গে এবং আশা করি আপনারও তাই। এর আগে বেশ কয়েকবার শ্রুতির ছবি নিয়ে ট্রোল করা হয়েছে। সেকথা নিজেই শেয়ার করেছিলেন তিনি। অনেকেই তার ছবিতে লিখেছিলেন বুড়ি দেখাচ্ছে তাকে। এরই সঙ্গে সমালোচনা করা হয়েছে ‘কী রোগা তুমি’ বলে। বলা হয়েছিল, আপনার মুখে কোনও ঔজ্জ্বল্য নেই। আপনাকে অসুস্থ লাগছে। ২০০৯ সালে ‘লাক’ ছবিতে বলিউডে অভিষেক হয় শ্রুতি হাসানের। এছাড়া তামিল ও তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। শেষ ২০১৭ সালে তাকে ‘বহেন হোগি তেরি’ ছবিতে দেখা গিয়েছে কমল হাসানের মেয়ে শ্রুতিকে।


Top