আজ || বুধবার, ২২ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা       তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর       তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার    
 


‘আমরা বন্ধু’র উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

 ‘বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ‘আমরা বন্ধু’র উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকালে তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনায় বিপাকে পড়া মানুষের মাঝে সামজিক দূরত্ব বজায় রেখে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ‘আমরা বন্ধু’ সংগঠনের মূখপাত্র এস এম নাহিদ হাসানের পরিচালায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, শাহনেওয়াজ কবীর শাওন, ফয়সাল হাসান বাপ্পী, শামীমুর রহমান প্রমুখ। এ সময় ‘আমরা বন্ধু’ পরিবারের সদস্য রাজা, জুবায়ের, ইমরান, মাইনুল ইসলাম, সৌমেন মজুমদার, তালা ব্লাড ব্যাংকের এডমিন সমন¦য়ক অসিম রায়, আব্দুল্লাহ আল মামুন সৈকত, মডারেটর অমিত বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুল মাঠে সামজিক দূরত্ব বজায় রেখে নিম্ন ও মধ্যবিত্ত ৫৫টি পরিবারের মাঝে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আটা, চিনি, তৈল, আলু, সেমাই, লুডুস, গুড়া দুধ দেওয়া হয়।
‘আমরা বন্ধু’ সংগঠনের মূখপাত্র এস এম নাহিদ হাসান বলেন, আমরা বন্ধুর এমন উদ্যোগ সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। আমাদের উদ্যোগে দেশে ও বিদেশে থাকা প্রবাসীসহ বিভিন্ন শুভাকাঙ্খীরা সহযোগিতা করেছেন। তাদেরকে কৃতজ্ঞতা জানায়।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ‘আমরা বন্ধু’ সংগঠন সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা-কলম উপহার দিয়ে আসছে।


Top