আজ || মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
শিরোনাম :
  তালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত       পাটকেলঘাটা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা       তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী       তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ       তালায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মতবিনিময় সভা       তালায় উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতাধীন ডেইরী ফার্ম ও পটারী উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       তালায় ক্যাপস ও পরিবেশ বিজ্ঞান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেমিনার       তালায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী পালন       সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে    
 


আওয়ামী লীগ সরকারের আমলেই মাদ্রাসা শিক্ষকদের ব্যাপক সূযোগ-সুবিধা দেওয়া হয়েছে..শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থাকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। জেনারেল শিক্ষার সাথে সমমান দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেই মাদ্রাসা শিক্ষকদের ব্যাপক সূযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এখন আর শিক্ষকদের বেতনের অভাবে ধার-দেনা করা লাগে না। প্রতিমাসে নিয়োমিত বেতন পরিশেধ করা হচ্ছে। শিক্ষা বান্ধব আওয়ামী লীগ সরকারকে আরো গতিশীল করতে আগামী ২৯ মার্চ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য মাদ্রাসা তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান। গতকাল বিকালে কেশবপুর উপজেলা জামিয়াতুল সোদারেচ্ছিন মাদ্রাসা শিক্ষক সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামিয়াতুল মোদারেচ্ছিনের সভাপতি মওঃ মহিউল ইসলামের সভাপতিত্বে ও দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানূর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। আরো বক্তব্য রাখেন উপজেলা জামিয়াতুল মোদারেচ্ছিনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ কফিল উদ্দীন, কেশবপুর আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আব্দুল জলিল, সারুটিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল হালিম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম. খয়রাত হোসেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।


Top