আজ || শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       সাতক্ষীরার -১ আসনে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী       সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র জমা       তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা       জোটের সঙ্গেই নির্বাচন, মনোনয়ন সমন্বয় করা হবে: তথ্যমন্ত্রী       তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!       আওয়ামী লীগের যে ৭১ এমপি এবার মনোনয়ন পেলেন না       সাতক্ষীরার ৪টি আসনে তিনটিতেই নতুন মুখ       তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ       সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন    
 


আইসোলেশনে দুই করোনা রোগীর প্রেম, অত:পর বিয়ে

বর্তমানে বিশ্বের এক আতঙ্কের নাম করানা ভাইরাস। বাংলাদেশেও ভাইরাসটি প্রাধান্য লাভ করেছে। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা। আর এর মধ্যে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ঘটে গেল এক অন্য রকম ঘটনা।

করোনার চিকিৎসার জন্যে আইসোলেশন ওয়ার্ডে গিয়েই এক যুবক-যুবতীর মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। যা করোনাক্রান্তিকালে এক অবাক করার মতো ঘটনা। করোনা যুদ্ধের সময়ই খুঁজে নেন তাদের মনের মানুষ। অনেকবার তাদের নিষেধ করার পরও আইসোলেশনে থাকা ওই তরুণ ও তরুণী তাদের নিজ নিজ তলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেন কয়েকদিন।

তারা ঠিক করেন করোনা থেকে সুস্থ হলে প্রেমকে বিয়েতে রুপ দিবেন। আর করলেনও তেমনটাই। সুস্থ হয়ে বাড়ি ফিরে ঘরোয়াভাবে সেড়ে ফেলেন তাদের বিয়ের কাজ। জীবনযুদ্ধে মনের সঙ্গিকে পেয়ে দুজনই এখন আনন্দিত।


Top