আজ || শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা       উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত       তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের মুক্ত আলোচনা       সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা       তালার খলিলনগরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা       সাতক্ষীরার সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাছাই শেষে একটি বাতিল ঘোষণা       বর্জ্য পরিবহনের জন্য সাতক্ষীরা পৌরসভায় ৬টি ভ্যান হস্তান্তর       তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত       বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখতে যুবলীগ’ই যথেষ্ট-ফিরোজ আহমেদ স্বপন    
 


অসহায়দের খাদ্য সহয়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন -এম.পি বাবু

রাবিদ মাহমুদ চঞ্চলঃ
খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন, মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে দয়া করে কেউ ঘরের বাহিরে আসবেন না! অন্যদের নিষেধ করুন এবং সরকারী নির্দেশনা মেনে চলুন। অতি প্রয়োজনে বের হলে সতর্কতা অবলম্বন করে সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন। তিনি সমাজের বিত্তবান, সমাজকর্মী সহ  দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে  বলেছেন, করোনা দুর্গোগের মহাবিপদের সময় এলাকায় যে ঘরে হাঁড়ি জ্বলেনা তাদের খোঁজ-খবর নিয়ে বাড়ীতে খাদ্য সহয়তা পৌছিয়ে দিন। বিপদের সময় মানুষের পাশে থাকলে, মানুষ তাদের ভোলেনা। সংকটকালে এমপি বাবু ব্যক্তিগত ভাবে কয়রা উপজেলা সহ পাইকগাছার লতা,দেলুটি,সহ বিভিন্ন স্থানের ন্যায় বুধবার দুপুরে রাড়ুলীর বাঁকা বাজারে ২৩৫ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শংকর দেবনাথের সভাপতিত্বে ও উপজেলার আ’লীগের সাবেক সদস্য আরশাদ আলী বিশ্বাসের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরন কুমার সাধু, স্নেহেন্দু বিকাশ,আ’লীগ নেতা বিমল পাল, আহম্মদ আলী গোলদার,আমজেদ মোড়ল,সুনিল বিশ্বাস, শচীন দাশ, বিকাশ সরকার,আবুবক্কর, সাত্তার গাজী, ইউসুফ সরদার আবুল সরদার,মাজেদ বিশ্বাস,জলীল গাজী, ইউপি সদস্য আঃ সাত্তার গাজী, যুবলীগ নেতা এএম আজিজুল হাকিম,রমজান আলী,মিঠুন দেবনাথ, তাপস, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।


Top